ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ইসিতে প্রবেশে কড়াকড়ি, ৮ নির্দেশনা জারি

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ২১:২২:০৫
ইসিতে প্রবেশে কড়াকড়ি, ৮ নির্দেশনা জারি

ডুয়া ডেস্ক: নির্বাচন ভবনে ‘অনাকাঙ্ক্ষিত’ ব্যক্তিদের প্রবেশ প্রতিরোধে নির্বাচন কমিশন (ইসি) আটটি নির্দেশনা জারি করেছে। ইতোমধ্যে প্রধান নিরাপত্তা কর্মকর্তা এই নির্দেশনাগুলো বাস্তবায়ন শুরু করেছেন এবং নির্বাচনী ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম স্বাক্ষরিত একটি অফিস আদেশে এসব কড়াকড়ির বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, নির্বাচন ভবনের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এবং কর্মপরিবেশ সুস্থ রাখতে অপ্রয়োজনীয় যাতায়াত ও অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ সীমিত করতে এই আদেশ কার্যকর থাকবে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে:

১. নির্বাচন ভবনে প্রবেশ ও অবস্থানকালে অফিসিয়াল প্রবেশপত্র বা পরিচয়পত্র ব্যবহার করতে হবে এবং তা ঝুলিয়ে রাখতে হবে।

২. কার্ডধারী কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচন ভবনে প্রবেশের আগে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহার করতে হবে এবং সঙ্গে বহনকৃত ব্যাগ/বস্তু স্ক্যানারে স্ক্যান করতে হবে।

৩. কর্মকর্তারা ভবনে প্রবেশ ও প্রস্থানকালে ডিজিটাল হাজিরা নিশ্চিত করতে সুনির্দিষ্ট গেইটের মাধ্যমে ফ্ল্যাপ বেরিয়ার ট্রান্সটাইল এন্টারেন্স এক্সেস কন্ট্রোল ব্যবহার করবেন।

৪. দর্শনার্থী বা সেবা প্রত্যাশীরা নির্বাচনী ভবনে প্রবেশের আগে তথ্য রেজিস্টার/কম্পিউটারে তাদের তথ্য লিপিবদ্ধ করে ভিজিটর কার্ড গ্রহণ করবেন এবং তা গলায় ঝুলিয়ে নির্দিষ্ট গেইট দিয়ে প্রবেশ করবেন।

৫. দর্শনার্থীরা ভবনের একটি নির্দিষ্ট তলায় প্রবেশ করবেন এবং সেখানেই অবস্থান করবেন। ভবন ত্যাগের আগে ভিজিটর কার্ড ফেরত দেবেন।

৬. কোনো কর্মকর্তা/কর্মচারী অফিস চলাকালে বিশেষ প্রয়োজন ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া ভবন ত্যাগ করবেন না।

৭. অফিস ত্যাগের আগে সকল কর্মকর্তা/কর্মচারী আবশ্যকভাবে নথিপত্র নিরাপদে সংরক্ষণ করবেন এবং বিদ্যুৎ ব্যবহারের সকল ব্যবস্থা বন্ধ করবেন।

৮. দাপ্তরিক প্রয়োজন ছাড়া কোনো কর্মকর্তা/কর্মচারী অতিরিক্ত সময় ভবন বা দপ্তরে অবস্থান করবেন না।

এ বিষয়ে উপসচিব সহিদ আব্দুস ছালাম সাংবাদিকদের জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই আদেশ জারি করা হয়েছে এবং এটি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে