ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতিতে নাগরিক কমিটির তিন নেতাকে মারধর

২০২৪ ডিসেম্বর ১৬ ০৭:১৬:০৫
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতিতে নাগরিক কমিটির তিন নেতাকে মারধর

ডুয়া নিউজ: ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতিতে যৌতুক সংক্রান্ত একটি পারিবারিক সালিশে অংশ নিতে এসে জাতীয় নাগরিক কমিটির তিন নেতার ওপর মারধরের অভিযোগ উঠেছে।

রোববার (১৫ ডিসেম্বর)সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।

জাতীয় নাগরিক কমিটির সমর্থকরা এ ঘটনার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে হামলাকারীদের বিচার দাবি করেন।

আহতদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার সংগঠক জিহান মাহমুদ এবং সদর উপজেলার সংগঠক হাসান নাসিমুল ওরফে রাসেল।

পুলিশ ও আইনজীবী সূত্রে জানা যায়, কসবা উপজেলার কুটি লিশিয়ারা গ্রামের রাবেয়া খাতুন বেশ কিছুদিন আগে স্বামী মো. হাবিবুল্লাহর বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেন। রাবেয়ার খালা মো. আতাউল্লাহও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আদালত উভয়পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসার জন্য আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুলসহ দুই পক্ষের আইনজীবীদের নির্দেশ দেন।

রোববার বিকেল ৫টার দিকে নাগরিক কমিটির নেতারা উপস্থিত হন। তবে রাবেয়া খাতুনের পক্ষের লোকজন বিলম্বে পৌঁছায়। আবহাওয়া গরম হওয়ায় উক্ত নেতারা কিছু বাদানুবাদে জড়িয়ে পড়েন, যা মারামারিতে পরিণত হয়। উপস্থিত আইনজীবী ও তাদের সহকারীরা এরপর আতাউল্লাহসহ অন্য নেতাদের মারধর শুরু করেন।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন, তাদের পরিচয় জানার পরই আইনজীবীদের কর্তৃক তারা আক্রমণের শিকার হন, এমনকি ঘটনাস্থলে বাতি নিভিয়ে এবং দরজা বন্ধ করে তাদের মারধর করা হয়।

জাতীয় নাগরিক কমিটির কর্মী সমর্থকরা দ্রুত ঘটনাস্থলে এসে হামলার প্রতিশোধ দাবি করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান জানিয়েছেন, এটি একটি ব্যক্তিগত ও পারিবারিক বিষয় এবং অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে