ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

৫৯ হাজার লিটার সয়াবিন তেল মজুত, কারাদণ্ডসহ ম্যানেজারকে জরিমানা

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ২১:১৫:৫১
৫৯ হাজার লিটার সয়াবিন তেল মজুত, কারাদণ্ডসহ ম্যানেজারকে জরিমানা

ডুয়া ডেস্ক: ময়মনসিংহে রমজান উপলক্ষে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার উদ্দেশ্যে ৫৯ হাজার লিটার সয়াবিন তেল মজুত রাখার অভিযোগে এনজি এন্টারপ্রাইজকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ম্যানেজার সুজন বিন্দু ঠাকুর (৩১) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর বিসিক শিল্প এলাকার একটি পরিত্যক্ত গুদামে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এনজি এন্টারপ্রাইজের মালিক কৃঞ্চ পাল বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক। বর্তমানে তিনি ভারতে বসবাস করছেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা জানান, জেলা প্রশাসন, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, ভোক্তা অধিকার ও কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রাফসান রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (১) (ঠ) ধারায় আসামিদের জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে