ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নতুন ছাত্র সংগঠনের ২০৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা; তালিকায় যারা

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ২১:১৪:১৪
নতুন ছাত্র সংগঠনের ২০৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা; তালিকায় যারা

ডুয়া নিউজ : নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আত্মপ্রকাশকে ঘিরে দু’পক্ষের বিক্ষোভ ও হাতাহাতির একদিনের মাথায় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও মুখ্য সংগঠক তাহমীদ আল মুদাসসির পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।

২০৫ সদস্যের ওই পূর্ণাঙ্গ কমিটিতে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থান পেয়েছে।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিভিন্ন পদে দায়িত্বে আছেন:

সদস্য সচিব: জাহিদ হাসান

মুখ্য সংগঠক: তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী

মুখপাত্র: আশরেফা খাতুন

যুগ্ম আহ্বায়ক: তৌহিদ মোহাম্মদ সিয়াম, নুরুল গণি সগির, খান তালাত মাহমুদ রাফি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), জুবায়ের হোসেন (ঢাকা কলেজ), মো. আব্দুল করিম, নূর নবী (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মেহেদী সজিব (রাজশাহী বিশ্ববিদ্যালয়), নাঈম আক্তার রিতা (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), জয় বিশ্বাস, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, আব্দুল্লাহ মো. তানভীর, তোফাজ্জল হোসেন সাদাত, মিতু আক্তার, ফারাবি জিসান (ব্র্যাক ইউনিভার্সিটি), মাহফুজুর রহমান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), মুক্তি হোসেন মুক্তার, সোহানুর রহমান সোহাগ, সাব্বির আহমেদ, জানে আলম অপু, মো. জোবায়ের সাফওয়ান, মো. মাহফুজার রহমান, দীপন চৌধুরী, তুহিন আহমেদ, মহিউদ্দিন, সোহেল রানা সাব্বির, মো. তামিম হোসাইন, আবু বক্কর, জাফর ইমাম, গোলাম কিবরিয়া অপু, আসাদ উল্লাহ, ইমরান নাজির, রেজওয়ান শরীফ, মারুফ হাসান প্রান্ত (ইউল্যাব), রেজা-এ-রাব্বী জায়েদ (তিতুমীর কলেজ), এস এম ফয়জুল্লাহ, ইশতিয়াক আহমেদ শিহাব, নিজাম উদ্দিন, জহিরুল ইসলাম।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব: আল মাসনুন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)

যুগ্ম সদস্য সচিব: সালাউদ্দিন আম্মার (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সাইফুল ইসলাম, সানজানা অদিতি, আজিজুল হক, কিশোর আনজিম সাম্য (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), আবদুল্লাহ সালেহ অয়ন, আরিফ হোসেন, মো. মাহবুব মির্জা সুমন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), নন্দন চন্দ্র পাল, আশরাফ অনি, সায়েম রুমন, আনিকা তাহসিনা, মো. মহিউদ্দিন, সাকিবুল হাসান, ইফতি আল জাবেদ, ফেরদৌস আলম, মো. শাকিল, জাবের বিন নূর (ইউল্যাব), মাহফুজুর রহমান (ঢাকা কলেজ), মো. আব্দুর সাঈদ নাসিম।

কমিটি ঘোষণা কার্যক্রমের শুরুতেই আবু বাকের মজুমদার বুধবারের (২৬ ফেব্রুয়ারি) বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “গত বুধবার ঐতিহাসিক মুহুর্তে নতুন ছাত্রসংগঠনের ঘোষণাপত্র ঘোষণাকালে সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসগুলোতে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। বুধবার যখন ছাত্র সংগঠনটির কমিটি ঘোষণা করতে চাই, তার আগেই এমন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়। যার ফলে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারিনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশের যেসকল বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসায় রাজনীতি সচেতন শিক্ষার্থী রয়েছে তাদের নিয়েই কমিটি গঠন করা হয়েছিল। জুলাই অভ্যুত্থানের শহিদ ও আহতদের যে স্পিরিট ছিল এবং এক দফার আন্দোলনে যোগদনের মাধ্যমে হাসিনাকে ক্ষমতাচ্যুতের মধ্যে যে স্বপ্ন তৈরি হয়েছিল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তা বাস্তবায়নে কাজ করে যাবে।”

শিগগিরই সারা দেশে কমিটি আহ্বান করা হবে জানিয়ে তিনি বলেন, “বুধবার সারাদেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগ দিতে শিক্ষার্থীদের মধ্যে আকাঙ্ক্ষা ও উৎফুল্লতা দেখতে পেয়েছি। সবাইকে শান্ত থেকে আহ্বান রাখব, আপনারা বিভিন্ন ইউনিট পর্যায়ে যুক্ত হোন। ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, তারা সারাদেশে বিভিন্ন ইউনিট ও সংসদে কমিটি গঠনের আহ্বান করবে কমিটি গঠন করতে।”

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও এই কমিটিতে নেই সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ। সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষার্থী।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে