ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, শুক্রবার থেকে কার্যকর

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ২০:৫৬:৪০
স্বর্ণের নতুন দাম নির্ধারণ, শুক্রবার থেকে কার্যকর

ডুয়া ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা কমিয়ে এক লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। যা পূর্বে ছিল ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৯৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ২৩ হাজার ৫১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ১ লাখ ১ হাজার ৭২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন দাম শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

ফেব্রুয়ারি মাসে স্বর্ণের দাম টানা পাঁচবার বাড়ানোর পর এবার দু’দফা কমানো হলো। উল্লেখ্য, ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে