ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যা জানা প্রয়োজন

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ২০:১৮:১৯
রুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যা জানা প্রয়োজন

ডুয়া ডেস্ক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে তিনটি ক্যাটাগরিতে মেধাক্রম প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা আগামী ৮ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে তাদের পছন্দক্রম প্রদান করতে পারবেন।

এবারের ভর্তি পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৮,০২৮ জন পরীক্ষার্থী নিয়ে ২০ ফেব্রুয়ারি চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের পর রুয়েট এককভাবে স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা করেছে। এ বছর ১৪টি বিভাগে মোট ১,২৩৫টি আসন রয়েছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫টি আসন সংরক্ষিত রয়েছে।

মেধাক্রম প্রকাশ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে:

ক বিভাগে এক হাজার ২৩০ সিটের বিপরীতে ৭ হাজার ৯৩০ জনের তালিকা

খ বিভাগে ৩০ সিটের বিপরীতে ৫২৪ জন

পার্বত্য জনগোষ্ঠীর জন্য ৫ সিটের বিপরীতে ১৬ জনের তালিকা।

প্রথম পর্যায়ে ভর্তির জন্য মেধাক্রম ১ থেকে ১,২০০ পর্যন্ত আবেদনকারীরা নির্বাচিত হয়েছেন। মেধাক্রম ১ থেকে ৩০ প্রার্থীদের সশরীরে নিরীক্ষা বোর্ডে উপস্থিত থাকতে হবে ১৯ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। পার্বত্য অঞ্চলের বাসিন্দা এবং উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তার মেধাক্রম ১ থেকে ১৬ প্রার্থীদেরও একই সময়ে উপস্থিত থাকতে হবে।

অনলাইনে চয়েস ফর্ম পূরণের সময়সীমা:

মেধা তালিকায় স্থান পাওয়া সকল প্রার্থীকে ৮ মার্চ ২০২৫ থেকে ১৫ মার্চ ২০২৫ পর্যন্ত সময়ের মধ্যে https://admission.ruet.ac.bd/ ওয়েবসাইটে লগ ইন করে তাদের বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে।

ভর্তি হতে প্রয়োজনীয় তথ্য:

প্রার্থীদের ১৯ মার্চ ২০২৫ তারিখে সনদপত্রাদি যাচাই-বাছাই করার পর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ২০ মার্চ ২০২৫ এর মধ্যে ১৮,৫০০ টাকা ভর্তি ফি রূপালী ব্যাংক রুয়েট শাখায় জমা দিতে হবে। এছাড়াও প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র, গ্রেডশিট, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে নিয়ে আসতে হবে।

রুয়েটের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে (https://admission.ruet.ac.bd/) ভিজিট করা যাবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে