ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বুয়েটসহ ৩ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় তিনটিতেই চান্স পেলেন জমজ দুই ভাই

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ২০:০২:৫১
বুয়েটসহ ৩ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় তিনটিতেই চান্স পেলেন জমজ দুই ভাই

ডুয়া ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ের জমজ ভাই নাহিদুল ইসলাম সামি ও মাহিদুল ইসলাম অমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। উভয়েই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। সামি মেধা তালিকায় ৫২তম এবং অমি ১০১তম স্থান অধিকার করেছেন।

এ ছাড়া তারা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভর্তি পরীক্ষাতেও সফল হয়েছেন। সামি চুয়েটে ২০৫তম এবং কুয়েটে ৯১৩তম স্থান অর্জন করেছেন আর অমি চুয়েটে ১৪তম এবং কুয়েটে ২৮৭তম স্থান পেয়েছেন।

২০২২ সালে মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করার পর সামি চট্টগ্রাম সরকারি সিটি কলেজ এবং অমি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন।

তাদের বাবা জসিম উদ্দিন দুলাল চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই সন্তানের অসাধারণ সাফল্যে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, "আমার স্বপ্ন ছিল সন্তানদের বুয়েটে পড়াব, আল্লাহ সেই স্বপ্ন পূরণ করেছেন। তারা ছোটবেলা থেকেই মেধাবী। যার প্রমাণ তারা জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।"

সামি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, "আমরা দুই ভাই একসঙ্গে চান্স পাওয়ায় খুব ভালো লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সহযোগিতা ও অনুপ্রেরণায় আমরা এতদূর আসতে পেরেছি।"

বুয়েটে একসঙ্গে চান্স পাওয়া এই জমজ ভাইয়ের সাফল্যে তাদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে