ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নতুন ছাত্র সংগঠন থেকে পদত্যাগ করলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১৮:৩৬:২৩
নতুন ছাত্র সংগঠন থেকে পদত্যাগ করলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব

ডুয়া ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ' তাদের ২০৫ সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। তবে সংগঠনটির আত্মপ্রকাশের একদিনের মধ্যেই ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এর আগের দিন বুধবার (২৬ ফেব্রুয়ারি) মধুর ক্যান্টিনের সামনে আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার নতুন ছাত্র সংগঠনটি ঘোষণা করেছিলেন।

এছাড়া আনুষ্ঠানিক ঘোষণার আগেই সংগঠনটির পদ-পদবি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়, যা একসময় হাতাহাতিতে রূপ নেয়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার সংবাদ সম্মেলনে জানান, এই 'বিশৃঙ্খলা'র ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয় রিফাত রশিদ বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটিতে নেই। কারণ তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। নতুন সংগঠনের মূলনীতি 'শিক্ষা, ঐক্য, মুক্তি' হিসেবে নির্ধারিত হয়েছে এবং এর স্লোগান হলো—‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে