ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নতুন ছাত্র সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১৭:৪৯:২৪
নতুন ছাত্র সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

ডুয়া ডেস্ক: গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের নতুন ছাত্র সংগঠন 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ' কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। তিনি আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। অন্যদের নাম ঘোষণা করেন সংগঠনের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী।

নতুন কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারকে আহ্বায়ক এবং দফতর সম্পাদক জাহিদ আহসানকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং সংগঠনের মুখপাত্র হিসেবে আশরেফা খাতুন।

এদিকে কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র সংসদের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আহ্বায়ক আবু বাকের মজুমদার। ঢাবি গণতান্ত্রিক ছাত্র সংগঠনের আহ্বায়ক হয়েছেন সাবেক সমন্বয়ক আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সদস্যসচিব মহির আলম, সিনিয়র সদস্যসচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, এবং মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি।

প্রসঙ্গত, কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজসহ বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা স্থান পেয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে