ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

অবশেষে জানা গেল ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১৭:২২:৪৬
অবশেষে জানা গেল ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম

ডুয়া ডেস্ক: দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে। এ দলের নাম রাখা হয়েছে 'জাতীয় নাগরিক পার্টি'। বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে নতুন নামটি প্রকাশ করা হয়।

নতুন দলের শীর্ষ ৬ পদে নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হচ্ছেন আখতার হোসেন।

দলটির মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন হাসনাত আবদুল্লাহ।

এছাড়া দলের যুগ্ম সদস্য সচিব হচ্ছেন সামান্তা শারমিন।

নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলটির নেতৃত্ব দেবে। এই কারণে দলের আহ্বায়ক কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে একটি খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। দলে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখযোদ্ধাদের গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে। এছাড়াও আলোচিত নারী নেত্রীরা নতুন দলে অন্তর্ভুক্ত হচ্ছেন বলে জানা গেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে