ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বৃষ্টির জয়, এক পয়েন্ট নিয়ে ফিরছে টাইগাররা

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১৭:১১:০২
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বৃষ্টির জয়, এক পয়েন্ট নিয়ে ফিরছে টাইগাররা

ডুয়া ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে বিমানে উঠেছিল বাংলাদেশ দল। তবে টানা দুই ম্যাচে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় টাইগারদের। শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শোভন সমাপ্তি চেয়েছিল দল কিন্তু অপ্রত্যাশিত বৃষ্টির কারণে পাকিস্তান ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। ফলে ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটা টস হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে টস করা সম্ভব হয়নি। কয়েক ঘণ্টা অপেক্ষার পরও পরিস্থিতি উন্নতি না হওয়ায় আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।

এদিকে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বাংলাদেশ দলের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় টিম ম্যানেজমেন্ট অনুশীলন না করার সিদ্ধান্ত নেয়।

রাওয়ালপিন্ডির পিচ এখনও কভার দিয়ে ঢাকা রয়েছে। আবহাওয়ার কারণে পাকিস্তান দলও পূর্ণ অনুশীলন করতে পারেনি এবং তারা কেবল হালকা গা গরম ও ফুটবল খেলার মাধ্যমে প্রস্তুতি নিয়েছে।

বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে