ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরও ৭৪৩ 

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১৭:০০:৫০
২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরও ৭৪৩ 

ডুয়া ডেস্ক: সন্ত্রাস দমন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে চলছে 'অপারেশন ডেভিল হান্ট'। গত ২৪ ঘণ্টায় এই অভিযানে আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এর ফলে ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ (২৭ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত অভিযানে মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার বিকেল থেকে আজ বিকেল) অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি আরও ৯১৪ জনকে বিভিন্ন মামলা এবং এজাহারনামীয় অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি শুটার গান, একটি কার্তুজ, এবং দুটি চাকু।

'ডেভিল' মানে 'শয়তান' এবং 'হান্ট' মানে 'শিকার', তাই 'ডেভিল হান্ট' এর বাংলা অর্থ দাঁড়ায় 'শয়তান শিকার'। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত 'ডেভিল হান্ট' মূলত দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে 'অপারেশন ডেভিল হান্ট' শুরু করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৮ ফেব্রুয়ারি থেকে এই বিশেষ অভিযান শুরু হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে