ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫ 

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১৬:৫০:৫০
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫ 

ডুয়া ডেস্ক: ঢাকার আশুলিয়ায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার করেছে। তারা ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার হন এবং এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবির জানান, বুধবার রাত পৌনে ২টার দিকে আশুলিয়ার নিরিবিলি কবরস্থান রোডে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-

- মো. খায়ের হোসেন (৩৫), পটুয়াখালী জেলার গলাচিপা থানার পারদাউকা এলাকার মৃত আজিজ মোল্লার ছেলে।

- মো. কবির হোসেন (৪৫), বরিশাল জেলার কাজিরহাট থানার সোনাপুর এলাকার মৃত শামসুল হকের ছেলে।

- মো. ইমরান আলী (৪২), সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার চরসিলেবাস এলাকার ছলেমান আলীর ছেলে।

- মো. সুমন মিয়া (৫৫), নাটোর জেলার সিংড়া থানার গোডাউন পড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে।

- মো. সাইফুল ইসলাম (৫০), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার রাজবাড়ী গুচ্ছগ্রাম এলাকার মৃত ফজর উদ্দিনের ছেলে।

এই পাঁচ ডাকাত সদস্য সাভার আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। অভিযানে তাদের সঙ্গে আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ডাকাত পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন বাইশমাইল রোড কবরস্থানের পাশে ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতি নেওয়া অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয়:

২টি টর্চলাইট, ১টি রামদা, ১টি বড় দা, ১টি বড় চাইনিজ কুড়াল, ১টি কাটার, ১টি বড় কাঠের লাঠি, এবং ১টি মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-৯৬৬৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলো। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে