ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নতুন দল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সারজিস-সামান্তা

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১৩:১১:১১
নতুন দল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সারজিস-সামান্তা

ডুয়া ডেস্ক : আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ১৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির মাধ্যমে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে, যার মধ্যে সুপারসিক্সকে প্রাধান্য দেওয়া হয়েছে। পরবর্তীতে কমিটির পরিধি বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ দুই নেতা সারজিস আলম ও সামান্তা শারমিন জানান, নতুন দলের আদর্শ হবে মধ্যপন্থী, এবং জুলাই আন্দোলনের চেতনার সাথে সামঞ্জস্য রেখে দলের নাম ও প্রতীক নির্ধারণ করা হয়েছে। যাতে প্রাধান্য পাবে নাগরিক, গণতান্ত্রিক এবং বিপ্লব এ জাতীয় শব্দ।

এই দুই নেতা জানান, নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে আগামীকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সমাবেশ করবে তারা। অংশ নেবে জুলাই অভ্যুত্থানে নিহত-আহত পরিবারের সদস্য এবং নতুন দলের নেতাকর্মীরা। সবার মতামতের প্রতি শ্রদ্ধা রেখে দলের আদর্শ হবে মধ্যপন্থী। দল পরিচালিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়।

জানা গেছে, নতুন দলের আহ্বায়ক হতে যাচ্ছেন নাহিদ ইসলাম সদস্য সচিব আখতার হোসেন। কমিটির মুখ্য সংগঠক এবং মুখপাত্র হতে পারেন সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। শীর্ষ পদের আলোচনায় আছেন নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এবং মুখপাত্র সামান্তা শারমিন।

নেতারা জানান, এ বছরের মধ্যে কাউন্সিলের মাধ্যমে গঠিত হবে পূর্ণাঙ্গ কমিটি। যেখানে সারাদেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ থাকবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে