ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, ১৮ জনের মৃত্যু

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১০:৩৫:৩৮
নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, ১৮ জনের মৃত্যু

ডুয়া ডেস্ক : থাইল্যান্ডের প্রাচীন বুরি প্রদেশে একটি পর্যটক বাস ব্রেক ফেল করে খাদে পড়ে গেলে অন্তত ১৮ জন নিহত এবং ২৩ জন আহত হন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঘটে যাওয়া এই দুর্ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ আলজাজিরাকে নিশ্চিত করেছে।

পুলিশ কর্মকর্তা কর্নেল সোফন ফ্রামানিহে জানান, বাসটি খাড়া সড়ক দিয়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। নিহতদের সবাই শিক্ষা সফরে আসা প্রাপ্তবয়স্ক ছিলেন।

তিনি জানান, বাসটিতে চালকসহ ৪৯ জন ছিলেন। তাদের সবাই থাই নাগরিক। সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে রাজধানী ব্যাংকক থেকে ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল) পূর্বে অবস্থিত প্রাচীন বুরি প্রদেশে উদ্ধারকর্মী ও চিকিৎসা কর্মীদের ঘটনাস্থলে দেখা গেছে। তারা সেখান থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

দেশটির প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ঘটনার তদন্ত চলছে। প্রতিবেদন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে