ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সিলেটে ভূমিকম্প অনুভূত

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ০৯:০৬:২৭
সিলেটে ভূমিকম্প অনুভূত

ডুয়া ডেস্ক : মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। তবে, এ ঘটনায় তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের ভুরাগাঁওয়ে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতে হলেও এর প্রভাব ছড়িয়ে পড়ে প্রতিবেশী বাংলাদেশ, মিয়ানমার, ভুটান এবং চীনেও।

এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। লিখেছেন, ‘‘ব্রেকিং নিউজ: ভূমিকম্প।’’

তিনি আরও লিখেছেন, ‘‘ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগ থেকে খুবই কাছে ও শিলংয়ের ডাউকি ফল্টের খুবই কাছে। তাই, আগামী ২৪ ঘণ্টায় একাধিক আফটার শক ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে আজ রাতে একাধিক ছোট-ছোট ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে।’’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে