ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বিএনপির বর্ধিত সভায় তৃণমূলের নেতারা কী বার্তা দেবেন?

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ২২:৫৮:৪৫
বিএনপির বর্ধিত সভায় তৃণমূলের নেতারা কী বার্তা দেবেন?

ডুয়া নিউজ: সাত বছর পর বিএনপি বিশাল আয়োজনে বর্ধিত সভা করতে যাচ্ছে। সভায় দলের কেন্দ্রীয় এবং তৃণমূলের সাড়ে ৩ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবেন।

জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে সভার প্রস্তুতি চলছে এবং মঞ্চ নির্মাণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

দলীয় নেতাকর্মীরা সারা দেশ থেকে এসে তাদের প্রত্যাশার কথা তুলে ধরবেন এবং সেই অনুযায়ী কর্মকৌশল নির্ধারণ করা হবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “নেতৃবৃন্দের বক্তব্যের ওপর ভিত্তি করে দলের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সভা থেকে কী বার্তা আসতে পারে, এই প্রশ্নে তিনি বলেন, অনেক বড় আন্দোলন এবং অন্যান্য বিষয় নিয়ে নেতারা তাদের প্রস্তাব তুলে ধরবেন, যা দলের ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণে সহায়ক হবে।

বর্ধিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন।

অনুষ্ঠানটি শুরু হবে 'প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ' প্রামাণ্যচিত্র দিয়ে এবং কর্ম অধিবেশনে তৃণমূলের নেতারা বক্তব্য দেবেন।

বর্ধিত সভা সফল করতে ছয়টি উপ-কমিটি করা হয়েছে। এগুলো হচ্ছে- ব্যবস্থাপনা কমিটি (আহ্বায়ক-শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি), অভ্যর্থনা কমিটি (আহ্বায়ক হাবিব উন-নবী খান সোহেল), আপ্যায়ন কমিটি (আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাত), শৃঙ্খলা কমিটি (আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু), মিডিয়া কমিটি (আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল) এবং চিকিৎসা সেবা কমিটি (আহ্বায়ক রফিকুল ইসলাম)।

আমন্ত্রিত অতিথিদের জন্য সকালের নাস্তা, দুপুরে খাবার, বিকালে স্ন্যাকের ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত থাকবে চা-কফির ব্যবস্থা।

এটি বিএনপির সর্বশেষ বর্ধিত সভা, যা ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল এবং এর তিন দিন পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে