ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রমজানে ব্যাংক লেনদেন ও চেক নিষ্পত্তিতে নতুন সময়সূচি

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ২২:৪৭:১৫
রমজানে ব্যাংক লেনদেন ও চেক নিষ্পত্তিতে নতুন সময়সূচি

ডুয়া নিউজ: পবিত্র রমজান মাসে ব্যাংক লেনদেনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। রমজান মাসে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। এছাড়া, আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির জন্যও নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে ২৬ ফেব্রুয়ারি এই নতুন সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে থাকা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ (বিএসিএইচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)—এই তিনটি প্ল্যাটফর্মের কার্যক্রমের সময়সূচি পরিবর্তিত হবে।

বিএসিএইচ (স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি)

হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে, যা দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে নিষ্পত্তি হবে।

রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) দুপুর সাড়ে ১২টার মধ্যে পাঠাতে হবে, যা বিকেল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে।

আরটিজিএস

লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত। গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।কাস্টমস ডিউটি ই-পেমেন্ট বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন লেনদেন আরটিজিএসের মাধ্যমে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত পরিশোধ করা যাবে।

বিইএফটিএন সেবা আগের নিয়মে চলবে। অর্থাৎ এর সময়সূচিতে কোনো পরিবর্তন আসবে না।

রমজান মাসের পর বিএসিএইচ ও আরটিজিএস এর লেনদেন সময়সূচি আগের নিয়মে ফিরে আসবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে