ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

২৪ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে পাকিস্তানের ভিসা

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ২১:৫৯:৫৪
২৪ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে পাকিস্তানের ভিসা

ডুয়া নিউজ : বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানিয়েছেন, বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে। এক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই পাওয়া যাবে বলে জানান তিনি।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার নিয়ে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন হাইকমিশনার।

সৈয়দ আহমেদ মারুফ বলেন, “৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত ও দৃঢ় হচ্ছে। এই উন্নতিতে আমি খুশি। এই সম্পর্ক আরও দৃঢ় হোক, এটা প্রত্যাশা করি।”

বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে পাকিস্তান হাই কমিশনার বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে। যে পণ্যের চাহিদা সেগুলো যাচাই করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানাচ্ছি।”

রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে কোনো শুল্ক সুবিধা থাকবে কি না– এই প্রশ্নের উত্তরে হাইকমিশনার পাকিস্তান সরকারকে অবহিত করবে বলে জানান।

আলোচনা শেষে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ রংপুর চেম্বারের নেতাদের কাছে উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামী নেতারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে