ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ২১:৪২:২৬
বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন

ডুয়া ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি নতুন সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করা হয়েছে। আজ (২৬ ফেব্রুয়ারি) সেতু বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর মাধ্যমে বঙ্গবন্ধু সেতুর নতুন নাম রাখা হয়েছে 'যমুনা সেতু', এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নতুন নাম হলো 'কর্ণফুলী টানেল'।

যমুনা সেতু যমুনা নদীর ওপর অবস্থিত একটি সড়ক ও রেল সেতু ১৯৯৮ সালের ২৩ জুন চালু হয়। সেতুটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছিল এবং এটি দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলকে সংযুক্ত করেছে।

অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলটি ২০২৩ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন। এর নামও ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। টানেলটি পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত বিস্তৃত।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করতে শুরু করে। এর মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে