ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কী, জানালেন আসিফ মাহমুদ

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ২১:৩৫:৫২
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কী, জানালেন আসিফ মাহমুদ

ডুয়া নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া জানিয়েছেন, কাউকে ম্যানেজ করে না চলাই এই সরকারের ব্যর্থতা।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা। আওয়ামী পুনর্বাসনের এজেন্ডা বাস্তবায়নে আগ্রহী ডিপ স্টেট এবং উত্তরপাড়া, অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য কায়েমের আকাঙ্ক্ষা। কোনোটাকেই এই সরকার এখন অব্দি প্রশ্রয় দেয়নি। ফলে ভেতর-বাহির থেকে অসহযোগিতা তো আছেই।’

সমবায় উপদেষ্টা আরও লেখেন, ‘সরকার টিকে আছে জনগণের প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতায়। যতদিন জনগণের প্রতি আনুগত্য, জনবান্ধন কাজ করার সৎ নিয়ত থাকবে জনগণ সমর্থন দিয়ে যাবে এটাই প্রত্যাশা।’

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণআন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনার সরকারের। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে