ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আগে জাতীয় নির্বাচনের কথা ভাবছে ইসি

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ২১:২৫:২২
আগে জাতীয় নির্বাচনের কথা ভাবছে ইসি

ডুয়া ডেস্ক: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম সরকার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে গেলে এক বছর সময় প্রয়োজন হবে। তাই ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজনের যে ঘোষণা দেওয়া হয়েছে তা নির্ধারিত টাইমলাইনের মধ্যে সম্ভব হবে না। ফলে নির্বাচন কমিশন আগে জাতীয় নির্বাচনের দিকে মনোযোগ দিচ্ছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জে আয়োজিত একটি মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এই সভার আয়োজন করা হয়েছিল ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে। সেখানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনও উপস্থিত ছিল। সভায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম আরও বলেন, "আগামী ডিসেম্বরের নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি চলছে এবং আমরা আশাবাদী ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজন করতে পারব।"

তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ১৬ ডিসেম্বরের ভাষণের কথাও উল্লেখ করেন। তিনি বলেছেন, "অল্প কিছু সংস্কার করলে ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচন আয়োজন সম্ভব আর একটু বেশি সংস্কার হলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে।"

এদিকে মো. আনোয়ার ইসলাম জানান, নির্বাচনের আসন পুনর্বিন্যাসের জন্য আইনের সংস্কারের কাজও চলমান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে