ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের ৫ ধাপ উন্নতি

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ২১:১৯:৪১
বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের ৫ ধাপ উন্নতি

২০২৩ সালের তুলনায় গত বছরে বৈশ্বিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে। ২০২৩ সালে বাংলাদেশের স্কোর ছিল ৪০, যা গত বছরে বেড়ে দাঁড়িয়েছে ৪৫। এই স্কোরের উন্নতির ফলে ২০২৪ সালের স্বাধীনতা সূচকে সবচেয়ে বেশি উন্নতি হওয়া চার দেশের মধ্যে জায়গা করে নিযেছে বাংলাদেশ। অন্য তিনটি দেশ হলো- ভুটান, শ্রীলঙ্কা ও সিরিয়া।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন-ভিত্তিক গণতন্ত্রপন্থী গবেষণা সংস্থা ফ্রিডম হাউসের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফ্রিডম হাউস জানিয়েছে, তাদের বার্ষিক ‘‘ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড’’ সূচকে গত বছরে বিশ্বজুড়ে স্বাধীনতার হ্রাস ঘটেছে এবং ক্ষমতাসীন কর্তৃত্ববাদী শাসকরা তাদের কর্তৃত্ব আরও শক্তিশালী করেছে। তবে দক্ষিণ এশিয়ার কিছু দেশে স্বাধীনতা চর্চায় আশার আলো দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বের ২০৮টি দেশ ও অঞ্চলের মধ্যে ৬০টিতে রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার অবনতি ঘটেছে। তবে এই দুই অধিকারের চর্চায় উন্নতি হয়েছে মাত্র ৩৪টি দেশে ও অঞ্চলে। গত বছরে সবচেয়ে বেশি স্কোর হ্রাস পেয়েছে এল সালভাদোর, হাইতি, কুয়েত ও তিউনিসিয়ার।

অন্যদিকে, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা এবং সিরিয়ায় সবচেয়ে বেশি স্কোর অর্জিত হয়েছে। এসব দেশে রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতার উন্নতি হয়েছে। ফ্রিডম হাউসের প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, বর্তমানে রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার চর্চার দিক থেকে বাংলাদেশ এখনও 'আংশিক স্বাধীন' দেশের তালিকায় রয়েছে।

এর আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে এই সূচকে ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছিল ৪০। আর ২০২৪ সালে স্কোরের উন্নতি ঘটলেও আংশিক স্বাধীন দেশের তালিকা থেকে বের হতে পারেনি বাংলাদেশ। গত বছর বাংলাদেশের স্কোর ৪৫ এ দাঁড়িয়েছে।

গবেষণা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ‘চলতি বছর গণতন্ত্রের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে বাংলাদেশ। কারণ শেখ হাসিনা-নেতৃত্বাধীন আওয়ামী লীগের শাসন ব্যবস্থার পতনের পর দেশটিতে নতুন নেতারা দায়িত্ব গ্রহণ করেছেন। তবে এই সূচকের উন্নতি সরকার সংস্কার কার্যক্রম পরিচালনা, ব্যক্তি স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করে কি না তার ওপর নির্ভর করবে।’

ফ্রিডম হাউসের সহ–লেখক ইয়ানা গোরোখোভস্কায়া এএফপিকে বলেন, ‘‘বিশ্বজুড়ে স্বাধীনতার মানের অবনতি টানা ১৯ বছর ধরে ঘটছে। তবে ২০২৪ সাল বিশেষভাবে অস্থিতিশীল ছিল। গত বছর কয়েকটি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং বাংলাদেশ ও সিরিয়ায় নাগরিক স্বাধীনতার কিছু উন্নতি ঘটেছে। তবে রাজনৈতিক প্রতিনিধিত্ব অর্জনের জন্য তাদের আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।’’

প্রতিবেদনের সহ–লেখক ইয়ানা গোরোখোভস্কায়া ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘বিশ্বজুড়ে টানা ১৯ বছর ধরে স্বাধীনতার মানের অবনতি ঘটছে। তবে ২০২৪ সাল বিশেষভাবে অস্থিতিশীল ছিল। কারণ, গত বছর কয়েকটি দেশে নির্বাচন হয়েছিল।

তিনি আরও বলেন, “বাংলাদেশ ও সিরিয়ায় তাৎক্ষণিকভাবে নাগরিক স্বাধীনতার উন্নতি ঘটেছে। তবে রাজনৈতিক প্রতিনিধিত্ব অর্জনের জন্য তাদের আরও দীর্ঘ পথ অতিক্রম করতে হবে।”

ফ্রিডম হাউসের প্রতিবেদনে গত বছরে ভারতের অবস্থান অবনতি হয়েছে। মার্কিন গবেষণা সংস্থা ভারতকে ‘আংশিক স্বাধীন’ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে। সূচকে ভারতের স্কোর গত বছর ছিল ৬৩। এর আগের বছর ছিল ৬৬।

বিশ্বব্যাপী ২০২৪ সালে স্বাধীনতার সূচকে সবচেয়ে বেশি অবনতি ঘটেছে চারটি দেশে। এই দেশগুলো হলো—এল সালভাদর, হাইতি, কুয়েত এবং তিউনিসিয়া। এর মধ্যে এল সালভাদর ও তিউনিসিয়া ‘আংশিক স্বাধীন’ দেশের তালিকায় স্থান পেয়েছে। তাদের স্কোর যথাক্রমে ৪৭ এবং ৪৪। আর হাইতি এবং কুয়েত ‘স্বাধীন নয়’ তালিকায় রয়েছে, তাদের স্কোর ২৪ এবং ৩১।

সূত্র: ফ্রিডম হাউস, এএফপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে