ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কাগজ ঠিক না থাকায় মামলা; প্রতিবাদে মহাসড়ক অবরোধ

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৯:১১:২৫
কাগজ ঠিক না থাকায় মামলা; প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ডুয়া নিউজ : বাসের কাগজপত্র ঠিক ছিল না। এজন্য মামলা করে পুলিশ। এতেই বাধে বিপত্তি। কাগজপত্র ঠিক না থাকায় রাজধানীর খিলক্ষেত এলাকায় বাসের বিরুদ্ধে পুলিশের মামলা দেওয়াকে কেন্দ্র করে মহাখালীতে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখার পর সন্ধ্যার আগে তারা অবরোধ তুলে নেয়।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে এ আন্দোলন করেন তারা।

এ সময় সড়ক অবরোধে মহাখালী থেকে বনানী, উত্তরা, গুলশানসহ আশপাশের এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই এলাকার যাত্রীরা।

ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জুনায়েদ জাহেদী গণমাধ্যমকে বলেন, “রাজধানীর উত্তরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত চলছিল। এমন সময় একটি বাসের কাগজপত্র ঠিক না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বাসটির বিরুদ্ধে মামলা হয়। এরপর বাসটি মহাখালী এসে প্রায় ২০০ থেকে ৩০০ শ্রমিকদের সঙ্গে নিয়ে মহাখালী সড়ক অবরোধ করেন।”

বিকেল পৌনে ৫টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন। অবরোধ তুলে নিলেও সড়কের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি বলে জানায় পুলিশ। এখনও ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে