ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাপি ঋণের পরিমান ছাড়ালো ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৮:৫১:৪৪
খেলাপি ঋণের পরিমান ছাড়ালো ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা

ডুয়া ডেস্ক: ২০২৪ সালের ডিসেম্বর শেষে বাংলাদেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ অন্তত ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকায় পৌঁছেছে। যা মোট বিতরণ করা ঋণের ২০.২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার গোপন রাখা খেলাপি ঋণের সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়ার ফলে এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ সামনে এসেছে।

গভর্নর আরও জানান, নতুন তথ্যের ভিত্তিতে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। তিনি দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করার পরিকল্পনা জানান। যেসব ব্যাংক একীভূত করার প্রয়োজন রয়েছে সেগুলো একীভূত করা হবে অথবা নতুন বিনিয়োগকারী এনে পুনর্গঠন করা হবে।

ড. আহসান এইচ মনসুর বলেন, আইনগত সংস্কার প্রক্রিয়া চলছে এবং ব্যাংক কোম্পানি আইন পর্যালোচনা করা হচ্ছে। এসব সংস্কার শেষে ব্যাংক খাতকে ব্যাংক আইন অনুযায়ী পুনর্গঠন করা হবে।

এছাড়া ২০২৩ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ কোটি টাকা এবং গত ছয় মাসে বেড়েছে ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে