ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

নায়িকার মামলায় প্রযোজকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৮:৪১:১১
নায়িকার মামলায় প্রযোজকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডুয়া ডেস্ক : অভিনেত্রী জাকিয়া কামাল মুনের করা মামলায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত ১৯ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমা নির্মাণে সহায়তার জন্য অভিনেত্রী মুন আবদুল আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন। চুক্তি অনুযায়ী, ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না করে বিনিয়োগকৃত অর্থও ফেরত দেননি আজিজ।

নোটিশ পাঠিয়েও অর্থ না পাননি অভিনেত্রী। পরে মুন জানতে পারেন, ২০২৩ সালের মে মাসে ‘পাপ’ সিনেমাটি একটি ওটিটি প্ল্যাটফর্মে ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন প্রযোজক। এরপর টাকা ফেরত চাইলে আজিজ তাতে অস্বীকৃতি জানান এবং হুমকি দেন, ‘বেশি বাড়াবাড়ি করলে ক্যারিয়ার ধ্বংস করে দেবেন’।

এ বিষয়ে অভিনেত্রী মুন বলেন, “আমি বারবার টাকা ফেরত চেয়েছি, কিন্তু তিনি দেননি। ফোনও ধরছেন না, উল্টো ভয় দেখাচ্ছেন। বাধ্য হয়েই মামলা করেছি।”

মামলার আইনজীবী আবু সাঈদ শিমুল জানান, “আবদুল আজিজের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ (বিশ্বাসভঙ্গ), ৪২০ (প্রতারণা) ও ৫০৬ (হুমকি) ধারায় মামলা করা হয়েছে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে