ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রামপুরা-মালিবাগ রুটে চলাচলে নতুন নির্দেশনা

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৭:৫১:৪৫
রামপুরা-মালিবাগ রুটে চলাচলে নতুন নির্দেশনা

ডুয়া ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে যানজট কমানোর লক্ষ্যে নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগরীর রামপুরা-মালিবাগ রুট ও খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এলাকায় নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে। রামপুরা, মালিবাগ রেলগেইট ও খিলগাঁও কমিউনিটি সেন্টার এলাকায় প্রতিদিন যানজট থাকায় সেখানে কয়েকটি রাস্তা একমুখী করা হয়েছে। এই নির্দেশনা আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

নতুন নিয়ম অনুযায়ী:

১. আবুল হোটেল ক্রসিং থেকে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত একমুখী যান চলাচল করবে, যেখানে যানবাহন শুধুমাত্র পূর্ব দিকে যাবে।

২. খিলগাঁও ফ্লাইওভার থেকে যানবাহনগুলি সোজা পশ্চিমে চলে যাবে এবং মালিবাগ রেলগেইট ক্রসিং থেকে রাইট টার্ন করে রামপুরা ব্রিজের দিকে যাবে।

৩. খিলগাঁও ও তালতলা থেকে আবুল হোটেলগামী যানবাহনগুলি মদিনা হোটেল ক্রসিং থেকে রাইট টার্ন না করে, সোজা দক্ষিণে চলে যাবে এবং খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংয়ে রাইট টার্ন করে মালিবাগ রেলগেইট হয়ে রামপুরা ব্রিজ বা মৌচাকের দিকে যাবে।

ডিএমপি সকল যানবাহন চালকদের এসব নতুন নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে