ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৭:৪১:১০
জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান

ডুয়া নিউজ : সম্প্রতি সারাদেশে ছিনতাই-ডাকাতিতে অতিষ্ঠ দেশবাসী। এবার তারা নিজেরাই ছিনতাই প্রতিরোধে মাঠে নেমে গেছেন। এজন্য দেশের বেশ কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এমতাবস্থায় দেশের জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সাভারের রাজালাখ এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশবাসীর কাছে এ আহ্বান জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, আমি পুলিশকে বলব আরও সক্রিয় হতে।”

খুব দ্রুত পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সারাদেশে মানুষের নিরাপত্তায় পুলিশসহ নিরাপত্তা বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে। সাধারণত ভোরে অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে। এজন্য আমি ভোরেও রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছি।”

এ সময় আশুলিয়া, সাভার ও ধামরাইয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা, কৃষি মন্ত্রণালয়ের সচিব ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবিরসহ পুলিশ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে