ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পাল্টাপাল্টি বিক্ষোভ-ধস্তাধস্তির মধ্যেই নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৭:২৫:০৬
পাল্টাপাল্টি বিক্ষোভ-ধস্তাধস্তির মধ্যেই নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

ঢাবি প্রতিনিধি: পাল্টাপাল্টি বিক্ষোভ ও ধস্তাধস্তির মাঝেও আত্মপ্রকাশ হলো নতুন ছাত্রসংগঠনের। নতুন এই সংগঠনের নাম 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ'।

'শিক্ষা ঐক্য মুক্তি' স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিকাল পৌনে পাঁচটায় এই কমিটি ঘোষণা করেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার।

সংগঠনের কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক হলেন আবু বাকের মজুমদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব জাহিদ আহসান, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও মুখপাত্র আশরেফা খাতুন।

ঢাবি কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়কলিমন মাহমুদ হাসান, সদস্য সচিব মহির আলম, সিনিয়র সদস্য সচিব, আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম ও মুখপাত্র হিসেবে রাফিয়া রেহনুমা হৃদি দায়িত্ব পেয়েছেন।

এদিকে সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে বিকাল চারটায় মধুর ক্যান্টিনে অবস্থান নেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। সাড়ে চারটার দিকে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এর সহযোগীরা উপস্থিত হয়ে নানা স্লোগান দিতে থাকেন।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পৌনে পাঁচটার দিকে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে