ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

চার দিন পর শেয়ারবাজারে সংশোধন

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৬:০০:৫৫
চার দিন পর শেয়ারবাজারে সংশোধন

ডুয়া ডেস্ক : টানা চার কর্মদিবস উত্থানের পর আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবস (২৬ ফেব্রুযারি) বিপরীত প্রবণতা দেখা গেল উভয় শেয়ারবাজারে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের পাশাপাশি লেনদেনেও ভাটা পড়েছে। এদিন যে পরিমাণ প্রতিষ্ঠানের দর বেড়েছে, তার চেয়ে বেশি প্রতিষ্ঠানের দর কমেছে।

আজ ডিএসইতে ৪৬৩ কোটি ৩৯ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে। এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ৬০৭ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছিল। যা ছিল চলতি বছরের তৃতীয় সর্বোচ্চ।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ০৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৫৩ দশমিক ৭৮ পয়েন্টে। আগের কর্মদিবসে প্রধান সূচক বেড়েছিল ৩২ দশমিক ৯৪ শতাংশ।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১ হাজার ১৭৩ দশমিক ৭০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৯২৬ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৬৩ কোটি ৩৯ লাখ ৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬০৭ কোটি ২০ লাখ ৪৮ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৭টি কোম্পানির, বিপরীতে ২০৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ১৭ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টির, কমেছে ৯৮টির এবং পরিবর্তন হয়নি ৩৯টির। আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৬৮৩ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ১৩৫ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে