ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নতুন ছাত্র সংগঠনের ঘোষণা বুধবার

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ২৩:৪৫:৪২
নতুন ছাত্র সংগঠনের ঘোষণা বুধবার

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সাবেক সমন্বয়কদের নেতৃত্বে নতুন একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আগামীকাল বুধবার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এদিন (২৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা।

তথ্যমতে, এই ছাত্র সংগঠনের নাম বিপ্লবী ছাত্র শক্তি হচ্ছে বলে জানিয়েছেন একাধিক সাবেক সমন্বয়ক। এর কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন সাবেক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হচ্ছেন জাহিদ আহসান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক হচ্ছেন হবেন আব্দুল কাদের এবং সদস্য সচিব মহির আলম।

এছাড়া কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র পদে নারী থাকছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় মুখপাত্র হচ্ছেন আশরেফা খাতুন এবং ঢাবি শাখার মুখপাত্র হচ্ছেন রাফিয়া রেহনুমা হৃদি।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আসছে নতুন এই ছাত্রসংগঠন। তারা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্রসংগঠনের কোনো সম্পর্ক নেই। এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন। ‘স্টুডেন্টস ফার্স্ট’, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে ছাত্র-নাগরিকের স্বার্থকে বাস্তবায়নের প্রয়াসই হবে এই ছাত্রসংগঠনের মূলমন্ত্র। বিশেষত নেতা নির্বাচনে নিয়মিত ছাত্রত্ব থাকাকে গুরুত্ব দিচ্ছেন তারা। এ ছাড়া নারীদের জন্য ‘কমফোর্ট পলিটিক্স’ তৈরির পরিকল্পনা তাদের।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে