ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিক্ষা উপদেষ্টা

জুলাই বিপ্লবে ব্র্যাকের শিক্ষার্থীরা অনন্য নজির স্থাপন করেছে

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ২০:৫৪:৩৫
জুলাই বিপ্লবে ব্র্যাকের শিক্ষার্থীরা অনন্য নজির স্থাপন করেছে

ডুয়া নিউজ : জুলাই বিপ্লবে ব্র্যাকের শিক্ষার্থীরা অনন্য নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, “গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু ক্যারিয়ার নিয়ে ভাবে না, সমাজের ভালো কিছুর জন্যও এগিয়ে আসে।”

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ব্র্যাক ইউনিভার্সিটির ১৬তম সমাবর্তনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষকদের আর্থিক বিবেচনায় পেশা বেছে না নেওয়ার আহ্বান জানিয়ে ড. ওয়াহিদউদ্দিন বলেন, “আপনার যে কাজটি করতে ভালো লাগে সেরকম পেশা বেছে নেন।”

শিক্ষা উপদেষ্টা বলেন, “গ্র্যাজুয়েটরা যেন সততার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সেই আহ্বান জানাই। পেশা বেছে নেওয়ার সময় শুধু অর্থ বা সুনামের দিকে না তাকাবেন না। যে কাজটিতে মজা পান সেটিকে পেশা হিসেবে নেবেন।”

শিক্ষার্থীদের নৈতিক মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “কোনো জাতি সত্যিকারভাবে উন্নতি হতে পারে না, যদি তার নৈতিক ভিত্তি দুর্বল হয়।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে