ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি শিক্ষার্থীদের

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ২০:৪২:৩১
ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি শিক্ষার্থীদের

ডুয়া ডেস্ক :ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। দাবির সমর্থনে তারা এক হাজারেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করে উপাচার্যের কাছে জমা দেন এবং দ্রুত রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান।

পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে ডাকসুর রোডম্যাপ ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সম্মিলিত ডাকসু আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। পরে শিক্ষার্থীদের সাথে ঢাবি প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে ৩টি বিষয়ের আশ্বাস প্রদান করা হয়। সেগুলো হলো— ১. আগামীকাল বিকেল ৫টার মধ্যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গঠিত ৪টি কমিটির কার্যক্রমের হালনাগাদ শিক্ষার্থীদের জানানো হবে; ২. আজকে সিন্ডিকেটের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরবর্তী দশ দিনের মধ্যে দ্বিতীয় সিন্ডিকেট মিটিং আহ্বান করা হবে এবং দ্বিতীয় সিন্ডিকেট মিটিংয়ে সংস্কার প্রস্তাবনা ও আচরণবিধি অনুমোদনের বিষয়টি তোলা হবে এবং ৩. এই সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে মার্চের তৃতীয় সপ্তাহ নাগাদ নির্বাচন কমিশনার নিয়োগ, ভোটার তালিকা হালনাগাদসহ ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, এর আগে ২০ ফেব্রুয়ারি থেকে সম্মিলিত ডাকসু আন্দোলনের ব্যানারে ডাকসুর রোডম্যাপ ঘোষণার পক্ষে গণসাক্ষর গ্রহণ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। গত ৫ দিনে এ কর্মসূচির আওতায় এক হাজারের বেশি শিক্ষার্থীর সাক্ষর সংগ্রহ হয়েছে বলে জানান তারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে