ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

তামিম ইকবালসহ ১৪ জন পাচ্ছেন একুশে স্মারক সম্মাননা

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ২০:২৪:৫১
তামিম ইকবালসহ ১৪ জন পাচ্ছেন একুশে স্মারক সম্মাননা

ডুয়া ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) একুশে স্মারক সম্মাননা পদক পাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য তামিমসহ আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করা হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) চসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়।

আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল চারটায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেসিয়াম মাঠে অমর একুশে বইমেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।

একুশে স্মারক সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-

ভাষা আন্দোলন: বদিউল আলম চৌধুরী (মরণোত্তর)।

সমাজসেবা ও গবেষণা: প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।

চিকিৎসাবিজ্ঞান: অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলন: বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী।

সমাজসেবা: লায়ন কামরুন মালেক।

সঙ্গীত: নকিব খান।

সাংবাদিকতা: জাহেদুল করিম কচি।

ক্রীড়া: তামিম ইকবাল খান।

এছাড়া ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে সাহিত্য পুরস্কার দেয়া হবে। তারা হলেন-

কথাসাহিত্য: প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর)

প্রবন্ধ ও গবেষণা: প্রফেসর ড. সলিমুল্লাহ খান

শিশুসাহিত্য: মিজানুর রহমান শামীম

শিশু-চিকিৎসাসাহিত্য: প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী

কবিতা: জিললুর রহমান

অনুবাদ সাহিত্য: ফারজানা রহমান শিমু

তামিম ইকবালের এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গর্বের বিষয়। দেশের ক্রিকেটে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে