ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

প্রাথমিকের শিক্ষকদের জন্য সুখবর

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৯:৪৬:৩২
প্রাথমিকের শিক্ষকদের জন্য সুখবর

ডুয়া নিউজ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজ উপজেলায় বদলির জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে এ আবেদন প্রক্রিয়া।

এর আগে গত রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

নির্দেশনায় জানানো হয়, শূন্য পদ না থাকায় যেসব শিক্ষককে নিজ উপজেলার বাইরের উপজেলায় পদায়ন করা হয়েছে, সেসব শিক্ষককে অগ্রাধিকার ভিত্তিতে আন্ত উপজেলা বদলির ক্ষেত্রে ২০২৩ সালের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকার ৩.৬ অনুচ্ছেদ অনুযায়ী নিজ উপজেলায় বদলির নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনার আলোকে বদলি কার্যক্রম চলবে।

২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সহকারী শিক্ষকরা অনলাইনে আবেদন করতে পারবেন। ২৮ ফেব্রুয়ারি থেকে প্রধান শিক্ষকরা সহকারী শিক্ষকদের আবেদন যাচাই করবেন।

১ মার্চ সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই প্রক্রিয়া সম্পন্ন করবেন।

বদলি আবেদনের শর্তে উল্লেখ রয়েছে যে, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয়ের পছন্দ ক্রমানুসারে নির্বাচন করবেন। তবে, যদি কোনো শিক্ষক একাধিক পছন্দ না করেন, তবে তিনি একটি অথবা দুটি বিদ্যালয়ের পছন্দ করতে পারবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে