ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সারাদেশে র‌্যাবের ২১৮ টহল মোতায়েন; জরুরি প্রয়োজনে যোগাযোগের আহ্বান

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৭:২৫:০৯
সারাদেশে র‌্যাবের ২১৮ টহল মোতায়েন; জরুরি প্রয়োজনে যোগাযোগের আহ্বান

ডুয়া নিউজ : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাইকারী, ডাকাতি ব্যাপকহারে বেড়েছে। সম্প্রতি রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যাবসায়ীকে গুলি করে সোনা ও টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা নাড়া দিয়েছে সারা দেশকে। এ ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসনও। এসব অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে সারা দেশে র‌্যাবের ২১৮টি টহল দল মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করেছে সংস্থাটি।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী/পরিকল্পনাকারী, চুরি, ছিনতাইকারী, ডাকাত ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে দেশব্যাপী র‌্যাবের রোবাস্ট পেট্রল ও চেকপোস্ট স্থাপনসহ আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

একই সঙ্গে সন্ত্রাসী নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই ও অপহরণের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে।

র‌্যাব জানায়, সম্প্রতি সারা দেশে বিভিন্ন স্থানে কিছু দুষ্কৃতকারী এবং স্বার্থান্বেষী গোষ্ঠী হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করছে। যার ফলে জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, চাঁদাবাজি এবং সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা হচ্ছে। এই পরিস্থিতির মোকাবেলায় গত সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য র‌্যাব ফোর্সের অভিযানিক কার্যক্রম বাড়ানো হয়েছে।

এদিকে, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঢাকায় র‌্যাবের ৬৯টি, ঢাকার বাইরে ১৪৯টি এবং সারা দেশে মোট ২১৮টি টহল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব এবং অন্যান্য বাহিনীর উদ্যোগের মধ্যে রয়েছে:

যৌথ অভিযান বৃদ্ধি।

গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল এবং চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি।

বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করে নিরাপত্তা নিশ্চিত করা।

ছিনতাইকারী, ডাকাত, চক্রান্তকারী, উসকানিদাতা, উগ্রবাদী বা নিষিদ্ধ সংগঠন এবং অপরাধী চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।

ভার্চুয়াল মাধ্যমে গুজব বা মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।

মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অপরাধের সত্যতা যাচাই করে অভিযানে অংশ নেওয়া এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা।

এছাড়া, কোন ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে স্থানীয় র‌্যাব ব্যাটালিয়ন অধিনায়ক বা টহল ইনচার্জকে অবহিত করতে এবং জরুরি সহায়তার জন্য ০১৭৭৭৭২০০২৯ নম্বরে যোগাযোগ করতে সাধারণ জনগণকে আহ্বান করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে