ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ঘুষিকাণ্ডে যুক্তরাজ্যের এমপির জেল

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৭:১১:০৮
ঘুষিকাণ্ডে যুক্তরাজ্যের এমপির জেল

ডুয়া ডেস্ক : ভোটারকে ঘুষি মারার অভিযোগে যুক্তরাজ্যে এক এমপিকে ১০ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে। তর্ক-বিতর্কের একপর্যায়ে মাইক অ্যামসবারি নামক লেবার দলের বরখাস্তকৃত এমপি তার চেশায়ার নির্বাচনী এলাকায় এক ভোটারকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেন।

এই ঘটনার পর তিনি নিজেই অপরাধ স্বীকার করেন এবং আদালত তাকে ১০ সপ্তাহের কারাদণ্ডে দণ্ডিত করেন।

গত বছরের ২৬ অক্টোবর চেশায়ারের ফ্রডশামে এই ঘটনা ঘটে। তখনকার লেবার এমপি মাইক অ্যামসবারি পল ফেলোসের নামের ওই ব্যক্তির সঙ্গে উত্তপ্ত তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন এবং নির্বাচনে ভোট না দেওয়ার অভিযোগে একপর্যায়ে তাকে ঘুষি মারেন।

এ নিয়ে একটি ভিডিও ফুটেজও সেসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে রানকর্ন এবং হেলসবিকের এই এমপিকে দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন লেবার পার্টি।

পরে ভুক্তভোগী ওই ব্যক্তি আদালতে মামলা দায়ের করেন। ৫৫ বছর বয়সী আমেসবারি আদালতে তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলেও বর্ণনা করেন।

শুনানি শেষে সোমবার জেলা বিচারক ট্যান ইকরাম আমেসবারিকে ১০ সপ্তাহের কারাদণ্ড দেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে