ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এক বিশ্ববিদ্যালয় থেকেই সহকারী জজ হলেন ২৮ জন

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৬:৪১:৩২
এক বিশ্ববিদ্যালয় থেকেই সহকারী জজ হলেন ২৮ জন

ডুয়া ডেস্ক : ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ নিয়োগ পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ৪০তম ব্যাচ থেকে ১২ জনসহ মোট ২৮ জন শিক্ষার্থী সহকারী জজ হিসেবে নির্বাচিত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। পরে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি ড. সাইদা আঞ্জু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থীর নাম নিশ্চিত করেন।

সহকারী জজ হওয়ার তালিকায় আছেন রাবির আইন বিভাগের শাহজাহান আলী মিলন (৫ম), ফাইকা তাহজীবা (৭ম), অনিক আহমেদ (৪৯তম), মেহেদী শান্ত (৬০তম), সানজিদা আক্তার সুমা (১৩তম), ফায়েজা ফারহানা (৪৫তম), সুবাস চন্দ্র পাল (১২তম), রাকিবুল হাসান আনন্দ (২১তম), সাদিয়া নুসরাত (৮৭তম), মাহমুদুল হাসান মুন্না (৫৩তম), আবু ইউসুফ ফয়সাল (৩৯তম), তাসনিম রেজওয়ানা হক খান (২২তম), এম.এ. রায়হান সুপ্ত (২৭তম), এলিনা রশীদ (৮৬তম), খাদিজাতুল কুবরা শান্ত (৯৯তম), মো. সাব্বির আলম সাজু (৩৬তম), জাহিদ হাসান (২৪তম)।

এ ছাড়াও রয়েছেন- সোহেল রানা, গগন পাল, ওমর ফারুক, ফারহানা সুলতানা, হামিদা মাসুম লিয়া, ফারহানা বিনতে ইসলাম। তাদের পজিশন জানা যায়নি। আইন বিভাগের আরেক শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও তার পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগ থেকে চারজন শিক্ষার্থী সহকারী জজ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারা হলেন- রুইমুল ইসলাম (২৬তম), তানসেনা হোসেন মনীষা (২৫তম), কাজী মোহাম্মদ নোমান (৩১তম) ও ইয়াসমিন আরা মুক্তা (৬৫তম)।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ. এম. রেজা জাকের স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলে জানা যায়, মোট ১০২ জনের রোল নম্বর উল্লেখ করে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও মনোনীতদের ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে, মেধা তালিকায় থাকা ১০০তম, ১০১তম ও ১০২তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও দুইজন মিলিয়ে মোট ১০২ জনকে মনোনীত করা হয়েছে।

সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে রাকিবুল হাসান আনন্দ বলেন, আমার সফলতার জন্য আল্লাহ তায়া’লার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আমার ব্যাচ থেকে ১৫শ, ১৬শ এবং ১৭শ বিজেএস নিয়ে মোট ২৫ জন সহকারী জজ হয়েছেন যা আমাদের ব্যাচের বিশাল এক সফলতা। এছাড়াও, ভবিষ্যতে এই ধারা অব্যহত থাকবে বলে আমাদের আশা। আমরা সবাই দোয়াপ্রার্থী।

নিজের বিভাগের শিক্ষার্থীদের এমন সাফল্যে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদা আঞ্জু বলেন, যারা উত্তীর্ণ হয়েছে তারা আমাদের গর্ব। তাদের এই অর্জনে আইন বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত। তাদের হাতে ন্যায় বিচার নিশ্চিত হবে বলে প্রত্যাশা করেন তিনি।

আইন বিভাগের সভাপতি জানান, আইন বিভাগে ভর্তির ক্ষেত্রে আমরা আলাদা লিখিত পরীক্ষার আয়োজন করতে চাই। এছাড়াও, শিক্ষক সংকট, ক্লাসরুম সংকটসহ কিছু সীমাবদ্ধতা কাটানো গেলে, ভবিষ্যতে এ সংখ্যা আরো বাড়বে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে