ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নাহিদের পদত্যাগ বিষয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৫:৪৭:৩৮
নাহিদের পদত্যাগ বিষয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ডুয়া ডেস্ক: অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। তিনি ও উপদেষ্টা আসিফ মাহমুদ জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা এবং সরকারের সহকর্মী ছিলেন। তার পদত্যাগের পর উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে আগামীর যাত্রার জন্য শুভ কামনা জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, "সহকর্মী, সহযোদ্ধার সঙ্গে সরকারের শেষ দিন। আগামীর পথ শুভ হোক।"

সম্প্রতি গুঞ্জন ছিল যে, নাহিদ ইসলামের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে। নাহিদ ইসলামও এর আগে জানিয়েছিলেন যে, তিনি পদত্যাগ করে নতুন দলে যোগ দেবেন। তার পদত্যাগের মাধ্যমে এই পথ সুগম হলো।

আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী ঢাকার মানিকমিয়া অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। এই দলটি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে প্রতিষ্ঠিত হবে। তবে দলটির নাম এখনো প্রকাশ করা হয়নি। দলের নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে থাকবেন আকতার হোসেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে