ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে উত্থানের হাতছানি, ছাড়ালো আগের সর্বোচ্চ সীমা

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৫:১৯:৩৭
শেয়ারবাজারে উত্থানের হাতছানি, ছাড়ালো আগের সর্বোচ্চ সীমা

ডুয়া ডেস্ক : দেশের শেয়ারবাজারে উত্থানের হাতছানি দিচ্ছে। এদিন গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন পৌঁছেছে। বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণ ও কিছু কোম্পানির শেয়ারের প্রতি বেড়ে যাওয়া চাহিদার কারণে লেনদেনের এই ঊর্ধ্বগতি দেখা গেছে।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সূচক ও লেনদেনে উত্থানের পাশাপাশি যে পরিমাণ প্রতিষ্ঠানের দর কমেছে, তার চেয়ে বেশি প্রতিষ্ঠানের দর বেড়েছে। আজ য়ে টানা চার কর্মদিবস শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেল। লেনদেন এবং দামেও একইরকম ইতিবাচক অবস্থা বিরাজ করছে।

আজ ডিএসইতে ৬০৭ কোটি ২০ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে। এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) ৫৪৪ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। তারও আগে গত ১৮ ফেব্রুয়ারি ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৫৯৯ কোটি টাকা।

আজ ডিএসইতে সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনও বেড়েছে। এদিন যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম কমেছে, তার চেয়ে বেশি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩২ দশমিক ৯৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৬৭ দশমিক ৮৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৬ দশমিক ০৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩০ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৬০৭ কোটি ২০ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ২৮ লাখ ৩৯ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৬টি কোম্পানির, বিপরীতে ১৫৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে