ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা সেনাপ্রধানের

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৫:০০:১৮
ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা সেনাপ্রধানের

ডুয়া ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফেব্রুয়ারির ২৫ তারিখে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, "আমি স্পষ্টভাবে বলতে চাই আমার কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে সুন্দর অবস্থানে রেখে সেনা নিবাসে ফিরে যাব।"

তিনি আরও বলেন, "পুলিশ এখন কাজ করছে না, কারণ অনেক সদস্য জেলে। র‍্যাব, বিজিবি আতঙ্কিত। শান্তিরক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয়, আনসার বাহিনীও আছে। তবে ৩০ হাজার সেনাবাহিনী সদস্য নিয়ে কি সম্ভব সব কিছু করা?"

নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান উল্লেখ করেন, "আমার ধারণা, আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। ১৮ মাসের কথা বলেছিলাম, আমি আশা করছি ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।"

এছাড়া তিনি সবার প্রতি একতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, "হানাহানি না করে দেশ ও জাতির প্রতি লক্ষ্য রেখে এক থাকতে হবে। নিজেদের মধ্যে বিতর্ক করলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে।"

তিনি সতর্ক করে দিয়ে আরও বলেন, "আমি বলছি, পরবর্তীতে কেউ যদি বলেন যে আমি সতর্ক করিনি, সে জন্য আমি দায়ী হব না। ড. মুহাম্মদ ইউনূস দেশের ঐক্য রক্ষায় যতটুকু সম্ভব সাহায্য করছেন।"

জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাবাহিনীকে লক্ষ্য করে কেউ আক্রমণ না করার অনুরোধ জানিয়ে বলেন, "অনেকেই সেনাবাহিনী এবং সেনাপ্রধানের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করছে কিন্তু সেটা কেন জানি না। আমাদের সাহায্য করুন, আক্রমণ নয়। আমাদের উপদেশ দিন, আমরা গ্রহণ করব এবং একসঙ্গে থাকতে চাই, দেশ ও জাতিকে রক্ষা করতে চাই।"

তিনি শেষের দিকে বলেন, "আমরা একটি অরাজক পরিস্থিতির মধ্যে রয়েছি এবং অপরাধীরা এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে