ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন যোদ্ধা হিসেবে কাজ করে গেছেন মুক্তিযোদ্ধা নোমান

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৪:০৮:৫০
গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন যোদ্ধা হিসেবে কাজ করে গেছেন মুক্তিযোদ্ধা নোমান

ডুয়া ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় তারেক রহমান বলেন, "মরহুম আবদুল্লাহ আল নোমান একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দেশের সব সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন। তিনি রাজনীতির মাঠে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন।"

তিনি আরও বলেন, "আবদুল্লাহ আল নোমান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে বিশ্বাসী ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ছিলেন একজন আপসহীন যোদ্ধা। তিনি জনসেবা ও দেশের উন্নয়নকে সামনে রেখে রাজনীতি করেছেন। যার ফলে মন্ত্রী হিসেবে নিজের এলাকার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।"

তারেক রহমান আবদুল্লাহ আল নোমানকে একজন প্রাজ্ঞ ও জনবান্ধব রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে বলেন, "তিনি সজ্জন, বিনয়ী এবং সর্বমহলে গ্রহণযোগ্য ছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রতি তার অবিচলিত বিশ্বাস ছিল এবং মানুষের বাক-ব্যক্তি ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য তার সংগ্রাম ছিল অসাধারণ।"

এ ধরনের আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে