ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পিলখানা হত্যার বিচার পেতে অপেক্ষায় আছেন স্বজনরা: প্রধান উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৪:০৫:৩৬
পিলখানা হত্যার বিচার পেতে অপেক্ষায় আছেন স্বজনরা: প্রধান উপদেষ্টা

ডুয়া ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদ সেনা সদস্যদের পরিবার আজও স্বজন হত্যার বিচার পেতে অপেক্ষা করছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ ২৫ ফেব্রুয়ারি, প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।’ তিনি শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান।

ড. ইউনূস বলেন, ‘শহীদ পরিবারের সদস্যরা একান্ত প্রিয়জন হারানোর এতগুলো বছর পরও স্বজন হত্যার বিচার পেতে অপেক্ষা করে আছেন।’

তিনি বলেন, পিলখানায় সেনা সদস্যদের হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় ধরে জাতি বিভ্রান্তিতে ছিল, তবে বাংলাদেশ রাষ্ট্র এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ।

এছাড়া, তিনি শহীদদের আত্মত্যাগ স্মরণ করে জাতি হিসেবে সঠিক পথে চলার সংকল্পের কথা উল্লেখ করেন। ‘এ দিনটি আমাদের চেতনা ও অনুভূতির একটি নিয়ামক হয়ে দেশের জন্য যুদ্ধ করার ব্রত নিয়ে পথচলা সাহসী মানুষের মৃত্যুর কথা মনে করিয়ে দেবে,’ যোগ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা একসঙ্গে একটি স্বনির্ভর ও সুসভ্য বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ।’ তিনি শহীদ সেনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বাণী শেষ করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে