ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

দেশে স্টারলিংককে আমন্ত্রণ জানানোর কারণ জানালেন প্রেস সচিব

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৩:০০:২৫
দেশে স্টারলিংককে আমন্ত্রণ জানানোর কারণ জানালেন প্রেস সচিব

ডুয়া ডেস্ক: বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন বা বন্ধ করার ঘটনা চিরতরে বন্ধ করার জন্য ইলন মাস্কের স্টারলিংককে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই তথ্য প্রকাশ করেন।

স্ট্যাটাসে প্রেস সচিব বলেন, "স্টারলিংক বাংলাদেশে চালু করার মূল উদ্দেশ্য হলো ইন্টারনেট বন্ধ বা শাটডাউন করার ঘটনা একেবারে বন্ধ করা।" তিনি আরও বলেন, "বাংলাদেশে গত ১৬ বছরে কয়েকবার ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, যা সাধারণত সরকার বিরোধী আন্দোলন বা বিক্ষোভ দমন করার জন্য ব্যবহৃত হতো। এর ফলে লাখ লাখ ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকেই চাকরি হারিয়েছেন বা তাদের চুক্তি বাতিল হয়েছে।"

প্রেস সচিবের মতে, স্টারলিংক বাংলাদেশে চালু হলে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করার হুমকি দিতে পারবে না। বিশেষত বিপিও ফার্ম, কল সেন্টার এবং ফ্রিল্যান্সাররা এই সমস্যার শিকার হবেন না।

এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইলন মাস্ককে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং দেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব দিয়েছেন। ১৯ ফেব্রুয়ারি পাঠানো এক চিঠিতে তিনি বলেন, "স্টারলিংক বাংলাদেশে চালু হলে বিশেষ করে দেশের তরুণ প্রজন্ম, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য এটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে