ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জাতিসংঘে রাশিয়ার পক্ষে ভোট দিল যুক্তরাষ্ট্র

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১২:১৯:০৪
জাতিসংঘে রাশিয়ার পক্ষে ভোট দিল যুক্তরাষ্ট্র

ডুয়া ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বার্ষিকীতে জাতিসংঘে ভোটে যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষে দুইবার অবস্থান নিয়েছে। যা ট্রাম্প প্রশাসনের ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত অবস্থানের পরিবর্তনকে প্রতিফলিত করে।

বিবিসির খবর অনুযায়ী, মস্কোর আগ্রাসনের নিন্দা জানিয়ে এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে ইউরোপীয়-খসড়া প্রস্তাবটি জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থাপন করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই প্রস্তাবের বিরোধিতা করে। যদিও শেষ পর্যন্ত প্রস্তাবটি পাস হয়।

এরপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দ্বিতীয় প্রস্তাবটি মার্কিন যুক্তরাষ্ট্র উপস্থাপন করে। এতে ইউক্রেনে সংঘাত বন্ধের আহ্বান জানেনো হয় কিন্তু এতে রাশিয়ার কোনো সমালোচনা করা হয়নি। এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

যদিও প্রস্তাবটি পাস হয় যুক্তরাজ্য এবং ফ্রান্স কিছু শব্দ সংশোধনের আহ্বান জানায় এবং ভেটো দিলে তারা ভোট দেয়নি। এই প্রস্তাবগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে বৈঠককালে উত্থাপন করা হয়েছিল।

এই অবস্থান পরিবর্তনের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন ন্যাটোকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এবং মস্কোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পাশাপাশি ইউরোপের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অঙ্গীকার সম্পর্কে সংশয় সৃষ্টি হয়েছে।

এদিকে সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন কূটনীতিকরা ইউক্রেন-রাশিয়া সংঘাতে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন। সাধারণ পরিষদ ইউরোপীয় প্রস্তাবটিকে ৯৩ ভোটে অনুমোদন করেন। তবে যুক্তরাষ্ট্র এতে সরাসরি বিরোধিতা করে ভোট দেয়।

রাশিয়া, ইসরাইল, উত্তর কোরিয়া, সুদান, বেলারুশ, হাঙ্গেরি এবং আরও ১১টি দেশ এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় এবং ৬৫টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।

এছাড়া মার্কিন প্রস্তাবটি জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হয়। সেখানে ইউক্রেনকে সমর্থন করে ভাষা সংশোধন করা হয়। তবে যুক্তরাষ্ট্র ভোটদান থেকে বিরত থাকে।

এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যবিশিষ্ট সভায় মার্কিন প্রস্তাবটি ১০ ভোটে গৃহীত হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে