ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মাঝ পথে ২ বগি রেখে ট্রেন চলে গেল খুলনায়

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১১:৫৫:৫২
মাঝ পথে ২ বগি রেখে ট্রেন চলে গেল খুলনায়

ডুয়া ডেস্ক: রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় দুটি বগি রেখে চলে যায়। ট্রেনটি রাজশাহী-খুলনা রুটে চলাচল করে। হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের দুটি বগি মূল ট্রেন থেকে খুলে গিয়ে গড়াতে গড়াতে বেলপুকুর পর্যন্ত চলে যায়। তবে এসব বগিতে কোনো যাত্রী ছিল না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস রাজশাহী স্টেশন থেকে ছাড়ে এবং হরিয়ান স্টেশনে দাঁড়িয়ে থাকে। পরে তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন ব্যবহার করে সাগরদাঁড়ি এক্সপ্রেসের দুটি বগি ফের হরিয়ান স্টেশনে নিয়ে আসা হয়। ওই সময় মধুমতি ও বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

হরিয়ান স্টেশনের মাস্টার মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বগিগুলো খালি ছিল এবং সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি খুলনা চলে গেছে। তিতুমীর এক্সপ্রেসের যাত্রায় কিছুটা বিলম্ব হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে