ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুয়েট ভিসিকে বাসভবন ত্যাগের আলটিমেটাম

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১০:৫৭:৩০
কুয়েট ভিসিকে বাসভবন ত্যাগের আলটিমেটাম

ডুয়া ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের বাসভবনে তালা দেওয়া হলেও তিনি সেখানে প্রবেশ করেন। এ খবর পেয়ে শিক্ষার্থীরা সেখানে গিয়ে তালা ভাঙা এবং ভেতরে উপাচার্যসহ কয়েকজনকে দেখতে পান। পরে শিক্ষার্থীরা তাকে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার মধ্যে বাসভবন ত্যাগ করার আলটিমেটাম দেন।

শিক্ষার্থীরা জানান, "তালা ভেঙে ভিসির বাসভবনে প্রবেশের খবর পেয়ে রাত ১১টার দিকে সেখানে গিয়ে সত্যতা নিশ্চিত হয়েছি। তবে তালা কে ভাঙল তা জানি না। আমরা তখন তাকে বাসভবন ত্যাগ করতে বলেছিলাম কিন্তু তিনি অসুস্থ বলে জানান। তাই তাকে বাসভবন ছাড়ার জন্য ১০টা ৩০ মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়। এর পর শিক্ষার্থীরা পরবর্তী পদক্ষেপ নেবে।"

তারা আরও জানান, "২১ ফেব্রুয়ারি কুয়েটের সব শিক্ষার্থী মিলে ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছিল। ২৪ ফেব্রুয়ারি রাতে খবর আসে ভিসির বাসভবনের তালা ভেঙে ফেলা হয়েছে। আমাদের কিছু শিক্ষার্থী গিয়ে এর সত্যতা নিশ্চিত করে এবং জানতে পারে ভিসিসহ কিছু অজ্ঞাত ব্যক্তি বাসভবনে অবস্থান করছেন।"

বর্তমান উপাচার্যকে তারা স্বীকার না করে জানায়, "মাসুদ স্যার আমাদের ভিসি নন, আমরা তাকে বর্জন করেছি। তাই তিনি আর ভিসি বাসভবনে থাকতে পারবেন না। শিক্ষার্থীরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তিনি সকাল সাড়ে ১০টার মধ্যে বাসভবন ত্যাগ না করলে নতুন পদক্ষেপ গ্রহণ করা হবে। এরপর শিক্ষার্থীরা আবার বাসভবনে তালা লাগিয়ে দেবে।"

এ বিষয়ে কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ জানান, "চিকিৎসা শেষে রাতে বাসভবনে ফিরে আসি। গেট খোলা ছিল, তাই ভেতরে প্রবেশ করি। ছাত্ররা আমাকে সরাসরি কিছু বলেনি। তবে শুনেছি তারা বাসভবন ছাড়তে বলছে।" তিনি আরও জানান, "আমি এখানেই থাকব এবং অফিসও করব।"

এদিকে ১৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া ঘটনার তদন্তে গঠিত কমিটি তাদের নির্ধারিত তিন কার্যদিবসের সময়সীমা পার করেছে। তবে তদন্ত শেষ হয়নি। সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কমিটি কুয়েট প্রশাসনের কাছে আরও সাত দিন সময় বৃদ্ধির আবেদন করেছে।

তবে শিক্ষার্থীরা বলেন, "যেহেতু আমরা ভিসিকে বর্জন করেছি, তার নিয়োগকৃত তদন্ত কমিটিকে আমরা গ্রহণ করছি না। এই কমিটি বিতর্কিত এবং আমাদের আন্দোলনের প্রতি অবিশ্বাসী। আমরা একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের জন্য অপেক্ষা করছি।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে