ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

অভিযানে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১০:৩৭:০১
অভিযানে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডুয়া ডেস্ক: গতরাত থেকে শুরু হওয়া চুরি, ডাকাতি, ছিনতাই রোধে পরিচালিত অভিযানের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযানে যদি কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পাওয়া যায় তবে কাউকেই ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা দিবস উপলক্ষে শহীদ সামরিক কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় দেশে চলমান পরিস্থিতি ও অভিযানের সফলতা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, সফলতা বা ব্যর্থতা সাংবাদিকরা মূল্যায়ন করবেন। তবে তিনি নিশ্চিত করেন, যদি কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অভিযানে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার কিংবা কারা অধিদপ্তরের সদস্যরা কেউ যদি ঠিকভাবে দায়িত্ব পালন না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের আপডেট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "আমি তো ভাবছিলাম, আপডেট আপনারাই দেবেন। আপনারা সঠিক সংবাদ প্রকাশ করবেন এবং দেখবেন আমরা ব্যবস্থা নিচ্ছি কি না। দুই এসপির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর আমরা ব্যবস্থা নিয়েছি। সঠিক সংবাদে অবশ্যই আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে