ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ভূমিকম্পে কাঁপলো রাজধানী ঢাকা

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ০৯:৪৮:০১
ভূমিকম্পে কাঁপলো রাজধানী ঢাকা

ডুয়া ডেস্ক: রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য স্থানে আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে এই ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানান, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১, যা একটি মাঝারি ভূমিকম্প হিসেবে বিবেচিত। ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশার সংলগ্ন বঙ্গোপসাগর। বাংলাদেশ থেকে এটি প্রায় ৫০১ কিলোমিটার দূরে ছিল। ফলে দেশের উপকূলীয় এলাকাগুলোতে ভূমিকম্পের প্রভাব বেশি অনুভূত হয়েছে।

এদিকে ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এবং সংবাদমাধ্যম লাইভ মিন্ট জানিয়েছে, কলকাতায়ও একই সময়ে রিখটার স্কেলে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরে এবং এর গভীরতা ছিল ৯১ কিলোমিটার। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুরসহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।

তবে এখনও পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে