ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

‘আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে জাতীয় নির্বাচন’

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ২৩:১৪:০৪
‘আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে জাতীয় নির্বাচন’

ডুয়া নিউজ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর অথবা সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা, তা এখনও উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রেস সচিবের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব প্রধান বলেন, যদি রাজনৈতিক দলগুলো সংস্কার কম চায়, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। আর যদি তারা আরও বেশি সংস্কার চায়, তাহলে নির্বাচন আগামী জুনের মধ্যে হতে পারে।

শফিকুল আলম আরও বলেন, জুনে নির্বাচন করার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। কারণ এপ্রিল থেকে শুরু হয় কালবৈশাখী ঘূর্ণিঝড়। এরপর শুরু হয় বর্ষাকাল। এ কারণে এপ্রিল, মে এবং জুন মাসে নির্বাচনের আয়োজন করা কঠিন হবে।

তিনি বলেন, তার ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে অথবা সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে